Image description
সংগ্রামকে ভয় নয়, এটি জীবনেরই অংশঃ মুফতি মেনক
অনুবাদ : মাসুম খলিলী এক. সর্বশক্তিমান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাহায্য চাইতে আমাদের গাইড করুন। আমাদের সামর্থ্য অনুযায়ী একদিনে একদিন বাঁচতে সাহায্য করুন। আগামীকালের জন্য উদ্বিগ্ন না হয়ে বরং আপনি এখন আমাদের জীবনে কী করছেন তার উপর ফোকাস করতে সাহায্য করুন। আপনার উপর আমাদের আস্থা রাখতে এবং কম চিন্তা করতে আমাদের সাহায্য করুন। দুই. আপনার সংগ্রামকে ভয় করবেন না। এর মুখোমুখি হোন। এসব জীবনের অংশ। আপনার জীবনের পরীক্ষা থেকে এমনভাবে বেরিয়ে আসার জন্য ত্যাগ স্বীকার করুন যা সর্বশক্তিমানকে খুশি করে। মনে রাখবেন, আমাদের সবাইকে পরীক্ষা করা হবে। এর কোন ব্যতিক্রম নেই। পূনশ্চঃ এক. আপনার নিরাপত্তাহীনতাকে ভালোভাবে মোকাবেলা করুন। যদি কর্তৃপক্ষের কেউ আপনাকে সমালোচনা করেন, তবে এটি সনাক্ত করুন এবং উপলব্ধি করুন যে সময়ের সাথে সাথে লোকেরা পরিবর্তিত হয়। অতীতকে ভুলে যায়। তা না হলে, নিরাপত্তাহীনতা আপনাকে সর্বদা সংশয়ী করে রাখবে। আপনার মনে হবে যে সবাই আপনার সম্পর্কে কথা বলছেন! দুই. আপনার অতীতকে মনে গেঁথে রাখবেন না। কী ঘটেছে তার স্বীকৃতি দিন এবং আপনার জন্য সেখানে যেসব পাঠ রয়েছে তা থেকে শিক্ষা নিন। সর্বশক্তিমান কোন এক কারণেই সেটি করেছিলেন। অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে সাহস লাগে। অন্ধকার সময় থেকে বেরিয়ে আসুন এবং নতুন আলো আর আরও ভাল দিনের দিকে এগিয়ে যান! তিন. আপনি এমন লোকদের সাথে দেখা করবেন, যাদের কাছে আপনার মধ্যে সবচেয়ে খারাপটি নিয়ে আসার সামর্থ রয়েছে। তারা আপনাকে উসকে দিয়ে এমন জিনিস বলতে প্ররোচিত করতে পারে অথবা আপনাকে এমন কিছু করার জন্য চাপ দিতে পারে সাধারণভাবে যা আপনি করার কথা নয়। সুতরাং আপনার মূল্যবোধের প্রতি সত্যনিষ্ট থাকুন এবং অন্যকে আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে কোনভাবেই দিবেন না! চার. অন্যের ভুলের দিকে নজর দেওয়ার জন্য সময় নষ্ট করবেন না, নিশ্চয়ই আমাদের নিজস্ব অনেক বিচ্যুতি রয়েছে। আর কোনভাবেই মানুষের অতীত দিয়ে বিচার করবেন না। কেন? কারণ লোকেরা তাদের ভুল থেকে শিক্ষা নেয়। মানুষ নিজেকে পরিবর্তন করে। মানুষ এগিয়ে যায়। সুতরাং আপনার মনের পূর্ব ধারণার মধ্যে আটকে থাকবেন না আর লোকেদের সম্পর্কে আপনি আগে কী জানতেন তার উপর ভিত্তি করে অবমূল্যায়ন করতে যাবেন না। পাঁচ. আপনার পদক্ষেপের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে নিন। প্রায়শই, মুহুর্তের উত্তাপে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি অথবা এমনকি রাগান্বিতও হয়ে থাকি। এটি করবেন না! যখন কিছু বলা হয় তা শুনুন, আপনার দুর্বলতা চিহ্নিত করুন এবং এটিকে আপনার কল্যাণের জন্য কাজে লাগান। তা না হলে আপনি কীভাবে নিজেকে উন্নতির পথে নিয়ে যাবেন? দ্রষ্টব্যঃ যারা আমার উদ্দেশ্যে চেষ্টা-সংগ্রাম করবে, তাদের আমি আমার পথ দেখাব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে রয়েছেন। (সুরা আনকাবুত ৬৯) তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে (আল্লাহর রাস্তায়) দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা-কিছু ব্যয় বা দান করো, আল্লাহ তা ভালোভাবেই জানেন। (সূরা আলে ইমরান: ৯২) রাসূল সা: বলেছেন, দোজখকে লোভনীয় জিনিস দিয়ে আড়াল করে রাখা হয়েছে। আর জান্নাতকে দুঃখ-কষ্টের দ্বারা আড়ালে রাখা হয়েছে।’ (সহিহ বুখারি ও সহিহ মুসলিম সূত্রে রিয়াজুস সালেহিন : ১০১) * মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট