পবিত্র হজের আনুষ্ঠানিকতার মূল পর্বে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হলো আরাফার ময়দান। হজের অন্যতম প্রধান আমল আরাফার ময়দানে অবস্থান করা। ৯ জিলহজ (১৫ জুন) শনিবার ভোর থেকে আরাফায় সমবেত হতে থাকেন হাজিরা।
এদিন দুপুরে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন পবিত্র হারামের ইমাম শায়খ মাহের আল মুকাইলি। খুতবা শেষে দুপুরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্য দিয়ে আরাফার ময়দানে অবস্থানের গুরুত্বপূর্ণ আমল শেষ হলো।
হজের খুতবায় শায়খ মাহের আল মুকাইলি মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করেন। এছাড়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে শহীদ ও আহতদের জন্য দোয়া করেন।
শায়খ মাহের আল মুকাইলি
শায়খ মাহের আল মুকাইলি
এদিকে সূর্যাস্তের পর (মক্কার স্থানীয় সময় ৫টা ৫ মিনিট) হাজিরা মূজাদালিফার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সেখানে ১০ জিলহজের (১৬ জুন) সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত কিছু সময় অবস্থান করে হাজিরা কোরবানি আদায় করবেন। এরপর পবিত্র হারামে গিয়ে ১২ জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত সুবিধামতো সময়ে কাবা ঘরে বিদায়ী তাওয়াফে সাতবার প্রদক্ষিণের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
ঢাকাটাইমস