বিএনপি ভাইয়েরা মনে কইরেন না ক্ষমতায় এসে গেছেন
শরীয়তপুরের গোসাইরহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সুফিয়ান গাজী বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইয়েরা আপনারা মনে কইরেন না যে ক্ষমতায় এসে গেছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় কুচাইপট্টি এলাকার সর্বসাধারণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় এমন মন্তব্য করেন তিনি।
সুফিয়ান গাজী বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা যেভাবে আড়ত দখল, জমি দখল করেন, কেউ কারো জোরপূর্বক ধান কেটে নিয়ে যাওয়াসহ এলাকায় ক্ষমতা দেখিয়ে বিভিন্ন অন্যায় অত্যাচার করতেছেন- আপনার মনে করছেন ক্ষমতায় এসে গেছেন।
এ সময় উপস্থিতি ছিলেন- গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম, কুচাইপট্টি বিট পুলিশ অফিসার এসআই বোরহান উদ্দিন, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ওসি মো. মাকসুদ আলম বলেন, এলাকায় মাদক, জুয়া, চর দখল, আড়ত দখল অন্যের ফসল জোরপূর্বক কেটে নেওয়াসহ যাবতীয় অসামাজিক কাজে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না; সে যেই হোক না কেন।