Image description
সংবাদ সম্মেলনে যা বললেন রংপুর পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা
রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান পুলিশকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য গণমাধ্যমসহ সব রাজনৈতিক সামাজিক সংগঠন, সুশীল সমাজকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ও বিকালে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। দুপুর আড়াইটায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি আব্দুল বাতেন বলেন, রংপুর বিভাগের আট জেলায় পুলিশ বাহিনীর সব সিনিয়র কর্মকর্তা ও সদস্যদের সহনশীলতার কারণে কোনও ছাত্র বা সাধারণ মানুষের প্রাণহানি ঘটেনি। কোনও পুলিশ সদস্য নিহত হয়নি। তবে আট জেলায় ১২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, দিনাজপুর জেলার বিলোল ও বোচাগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরও আট জেলা পুলিশের সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে তাদের মনোবল অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছি। তিনি বলেন, পুলিশের সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে। আমরা তাদের বোঝাতে চেষ্টা করছি। আশা করছি, তাদের কাজে ফেরাতে পারবো। তিনি গণমাধ্যমসহ সব মহলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। অরাজকতা বন্ধ করার জন্য সব মহলের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি, রংপুরের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিকাল ৪টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ কমিশনার মনিরুজ্জামান। তিনি বলেন, পুলিশ বাহিনীর দাবি দাওয়া আইজিপিকে জানানো হয়েছে। তিনি সরকার গঠনের পর দাবি দাওয়াগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনিও রংপুর মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ চান। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এ জন্য সব মহলের সহযোগিতা কামনা করেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।