Image description
তোপের মুখে বঙ্গভবনে ঢুকতে পারলেন না মাহী বি চৌধুরী
জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে বঙ্গভবনে গেটে আসতেই মাহী বি চৌধুরীকে দেখে ক্ষুব্ধ হন উপস্থিত জনতা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। দালাল দালাল স্লোগান দেন। এসময় তিনি হাতজোড় করে ক্ষমা চান। তাতেও কোনো লাভ না হলে তার গাড়িটি বঙ্গভবনে না প্রবেশ করে গুলিস্তানের দিকে চলে যায়। তবে বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাহী বি চৌধুরী একসময় বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তার মনোনয়ন বাতিল হয়। ঢাকাটাইমস