Image description

রায়পুরার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত সোমবার উপজেলার নিলক্ষা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোর্শেদ মেম্বার, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মেম্বার ও ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ আওয়ামী লীগের সক্রিয় কিছু নেতা উপস্থিত ছিলেন। তবে এদের অনেকেই ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক খোলস পরিবর্তন করে ফেলেছেন বলেও জানা গেছে।

দীর্ঘদিনের আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে এখন তারা আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে বলে দাবি করছেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

কথা হয় মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারের সঙ্গে। মোর্শেদ মেম্বার বলেন, ‘আমি আগে বিএনপিতে ছিলাম কিন্তু বিগত দিনে বিভিন্ন কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হয়েছে। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি।’

হানিফ মেম্বার বলেন, ‘আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনোটার সঙ্গেই যুক্ত ছিলাম না, এখনো নেই।’

ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর মোল্লা বলেন, ‘আমাদের এলাকাটি দুর্গম এলাকা। বিএনপির রাজনীতি করায় বিগত দিনে আমরা হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। তবুও দল পরিবর্তন করিনি। আর মোর্শেদ মেম্বার ও হানিফ মেম্বারের বিষয়ে কি বলব বুঝতে পারছি না। বিগত দিনে বিভিন্ন কারণে সামাজিকতার স্বার্থে সবার সঙ্গেই মিলেমিশে চলতে হয়েছে। আগামী দিনে এসব ভুল সামনে রেখে চলব।’