পুরান ঢাকায় জমে উঠেছে ইফতারের হাট
রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এলো মাহে রমজান। আজ (বুধবার) থেকে শুরু হয়েছে সংযম সাধনার মাস। দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন স্বাস্থ্য বিধি মেনেও সরগরম ছিল ইফতার বাজার। প্রতিবছরের মতো বড় পরিসরে না হলেও পুরান ঢাকায় বসেছে ইফতারের হাট। বেচাকেনাও জমে উঠেছে বেশ। জিলাপি, হালিম, ফিরনি, মেজবানি মাংস, দইবড়া, সিঙ্গাড়া, সমুচা, রোল ইত্যাদি পদ কিনতেই ঘরের বাইরে আসেন সাধারণ মানুষ।
পহেলা বৈশাখের সরকারি ছুটি, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে দিনভর নগরের সড়ক ফাঁকা থাকলেও ইফতারের বেশ কয়েক ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল, রিকশা বাড়তে থাকে। দেখুন ছবিতে...
[img]https://cdn.banglatribune.net/contents/cache/images/400x0x0/uploads/media/2021/04/14/02659757d4f2f01385a20b511dcb3241-6076dce6adba9.jpg[/img]
[img]https://cdn.banglatribune.net/contents/cache/images/400x0x0/uploads/media/2021/04/14/9ddbfddb6fd9adaeb4348db628e83e24-6076dce86b1c5.jpg[/img]