Image description
এবারও কি ছাদখোলা বাসে সংবর্ধনা, যা বললেন বাফুফে সভাপতি
নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও ফাইনালে নেপালকে হারিয়েছে, তবে স্কোর ছিল ২-১ গোলের। আগেই মেয়েরা বলেছিল, চ্যাম্পিয়ন হলে আগের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে চায় তারা। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী ভাবছে? নতুন সভাপতি হয়ে বাফুফেতে এসেছেন তাবিথ আউয়াল। তিনি দক্ষিণ কোরিয়াতে এএফসির অনুষ্ঠানে আছেন। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।’ এছাড়া তাবিথ তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনও প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।’ কাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা, তার আগে ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করতে পারে কিনা সাবিনারা!