Image description
মুখ খুললেন বাফুফে সভাপতি সালাউদ্দিন
ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দেশের এমন পরিস্থিতিতে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়েছে দেশের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’। সংগঠনটি সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছে। এ নিয়ে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতোমধ্যে আলট্রাসের কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন বলে জানা গেছে। এই ঘটনার পর বাফুফে সভাপতির কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। একটি নিউজি পোর্টালকে দেওয়া বক্তব্যে তিনি অবশ্য আল্ট্রাসকে চেনে না বলে উত্তর দেন। তিনি বলেন, ‘আল্ট্রাস কে? আমি তো ওদের চিনি না। ফুটবলে ওদের কি অবদান আছে?’ এই বলেই ফোনের লাইন কেটে দেন তিনি। আপাতদৃষ্টিতে এটা পরিষ্কার পদত্যাগ নিয়ে ভাবছেন না বাফুফে বস। আলটিমেটাম নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হয় সালাম মুর্শেদির সঙ্গেও। তবে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।