Image description
ইন্টারনেট শাটডাউনের পর আবার খুলে দেওয়া হল
ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। আজ সোমবার এক ঘোষণায় সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তবে আবার দুপুর ১.৩০ এর দিকে আবার খুলে দেয় ইন্টারনেট। এর আগে গতকাল রবিবার দুপুর ১২টার পর রবিবার ফোর-জি নেটওয়ার্ক ফের বন্ধ করা হয়। ফোর-জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু-জির মাধ্যমে কথা বলা যায়। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।