Image description
 

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছাড়া হুমকি দিয়েছেন দেশটির উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। বেন গভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য।  মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক তিনি।বেন গভির সোমবার দাবি করেছেন, গত এক বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি-মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন। একইসঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থি নেতা এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে আবারও চলমান চুক্তি আলােচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

 

বেন গভিরের এমন মন্তব্য কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধী আইনপ্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয়। জিম্মির স্বজনদের অভিযোগ, যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না।বেন গভির ও স্মোটরিচ পূর্বে বলেছেন, তারা গাজা উপত্যকার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চুক্তি গ্রহণ করা হলে সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে স্মোটরিচ বিশেষভাবে সেই হুমকি পুনরায় উল্লেখ করেননি।এক্সে এক পোস্টে, কট্টর ডানপন্থি মিত্র স্মোটরিচকে বেন গভির বলেছেন, নেতানিয়াহুকে বলুন, বর্তমান জিম্মি চুক্তির প্রস্তাব কার্যকর হলে আমরা জোট ছেড়ে দেবো।

তিনি বলেন, আমি আমার সহকর্মী, মন্ত্রী বেজালেল স্মোট্রিচকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একসাথে আমরা নতুন চুক্তির বিরুদ্ধে কাজ করব।  গত বছরজুড়ে আমাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে, আমরা এই চুক্তিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি।বেন গভিরের ভাষ্য, এটি হামাসের কাছে আত্মসমর্পণ চুক্তি।  অবশ্য কট্টরপন্থি এই নেতা নিশ্চিত করেছেন, তারা বিরোধী দলে থাকলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামাবে না।