পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের 'পুষ্পা-২' সিনেমা দেখতে গিয়ে পদপিষ্ট হয়েছিল শ্রী তেজ। গত ২০ দিন ধরে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল আট বছরের সেই শিশু। সম্প্রতি জানা গেছে, চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছে না। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, ভেন্টিলেশনে রয়েছে শ্রী তেজ। চিকিৎসায় কাজ হচ্ছে না। তাই এ অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম।
তবে আশার বিষয় হচ্ছে— মঙ্গলবার বাবা ভাস্কর জানিয়েছেন, ২০ দিন পর তার ছেলে চিকিৎসায় সাড়া দিচ্ছে। জ্ঞানও ফিরেছে তার। তিনি বলেন, আমার সন্তান অবশেষে ২০ দিন পর চিকিৎসায় সাড়া দিচ্ছে। আল্লু অর্জুন ও তেলেঙ্গানা সরকার আমাদের সাহায্য করছে।
কেআইএমএস হাসপাতালের চিকিৎসকরাও সেই শিশুর স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছেন, শ্রী তেজের জ্ঞান ফিরেছে। আর ভেন্টিলেশনে তার থাকার প্রয়োজন নেই। তবে এখনো পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
এদিকে শ্রী তেজের বাবা জানিয়েছেন, ছেলে চোখ খুলেছে। কিন্তু কাউকে চিনতে পারছে না। চিকিৎসকরা বলেছেন— পরিবার ওর পাশে থাকলে এবং প্রায়ই নাম ধরে ডাকলে ও ক্রমশ আমাদের চিনতে পারবে। আমরা সোমবার থেকে চেষ্টা করে যাচ্ছি, ও যাতে আমাদের চিনতে পারে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন ছিল। উপস্থিত ছিলেন দক্ষিণী তারকাও। তাকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না দর্শকদের। উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সেই নারীর পুত্র শ্রী তেজও গুরুতর জখম হয়। পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি গ্রেফতারও করা হয় তাকে। তবে একদিনের মধ্যেই অন্তর্বর্তী জামিন পান তিনি।