Image description
আমি কোনো বিষয়ে বক্তব্য দিইনি : চঞ্চল চৌধুরী
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই তিনি সক্রিয়। নিজের ব্যক্তিগত মতামত ও কাজের বিষয় নিয়েই ফেসবুকে কথা বলেন এই অভিনেতা। এবার কাজের বিষয়ের বাইরে আরেকটি পোস্ট দিয়েছেন তিনি। ৯ আগস্ট দুপুরের দিকে চঞ্চল তার ফেসবুকে নিজের পরিচয় ও অবস্থান জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে শুরুতেই তিনি লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…….আমার নাম ব্যবহার করে কোনো বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী।’ এরপর নিজের পেশাগত পরিচয় নিয়ে এই অভিনেতা আরও লিখেছেন, ‘পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’ বাংলাদেশে ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই আন্দোলনে দেশের সাধারণ জনগণ থেকে অনেকেই সমর্থন জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। অনেকে আবার ছাত্রদের সঙ্গে নামেন রাজপথেও। যাদের মধ্যে ছিলেন বিনোদন জগতের অনেক তারকারাও। এবার চঞ্চল তার অবস্থান সবার উদ্দেশে পরিষ্কার করলেন।