Image description
সমস্যায় পড়া ব্যাংকের আমানতকারীদের পাশে আছে সরকার: গভর্নর
ব্যাংক খাত থেকে বিভিন্নভাবে বড় ধরনের অর্থ পাচার হয়ে গেছে। এতে অনেক ব্যাংক তারল্য সংকটে পড়েছে। সমস্যায় পড়া এসব ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা ও তারল্য সংকট দূর করতে টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকগুলোর অবস্থা উন্নয়নে পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। এসব ব্যাংকের আমানতকারীদের পাশে সরকার আছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, মূলত সাত-আটটি ব্যাংক থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে। ফলে এসব ব্যাংক তারল্যসংকটে পড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে এসব ব্যাংককে দেবে না। তাতে দুই লাখ কোটি টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি, ডলারের দাম সবকিছু ঊর্ধ্বমুখী হয়ে যাবে। তিনি বলেন, এজন্য আমরা সংকটে থাকা ৮ ব্যাংকের প্রয়োজন অনুযায়ী সীমিত আকারে টাকা দেওয়ার কথা বলেছি। যেখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক। আশা করি এটা কাজে দিবে। একসঙ্গে টাকা উত্তোলন না করার অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, আপনাদের প্রয়োজন মতো টাকা উত্তোলন করুন। আমাদের কিছুটা সময় দেন। আমরা আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, এই ৭ থেকে ৮টা ব্যাংকের কারণে পুরো ব্যাংকখাত ক্ষতিগ্রস্ত হবে না। বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসবে বলে জানান আহসান এইচ মনসুর। তিনি বলেন, এসব ব্যাংকে নিরীক্ষা করা হবে। এরপর ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। এসব ব্যাংক পুনর্গঠন করে একা চলবে, নাকি কারও সঙ্গে একীভূত হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হবে।