Image description
‘যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান’
সলামিক রেভ্যুলেশন গার্ডস কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এক বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। আলিরেজা তাংসিরি বলেন, ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজের জন্য যে কোনো ধরনের সামুদ্রিক হুমকির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের ওপর কোনো হুমকি নেই, কারণ দেশটির জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল করছে, যা ইরানি সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে। ইসরাইলিদের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানি জাহাজগুলোর ওপর আক্রমণের আশঙ্কা কতটুকু সেই প্রসঙ্গে জানতে চাইলে তাংসিরি বলেন, ইরানি সামরিক বাহিনী দেশের কার্গো এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে, আজকের দিনে (ইরান) শিপিং রুটে পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং এটি আমাদের সামরিক বাহিনীর প্রস্তুতির এটি একটি প্রমাণ। তাংসিরি ইরানের সামুদ্রিক সীমানায় কোনো বিদেশি জাহাজ প্রবেশের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা রয়েছে। সেখানে জাহাজের গতিবিধি রয়েছে, তবে এমন কিছু নয় যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করবে। ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে তেহরানের মিসাইল আক্রমণ নিয়ে উত্তেজনার মধ্যে এসব মন্তব্য করলেন আইজিসি কমান্ডার। ইরান যেকোনো আক্রমণ প্রতিরোধে তার প্রতিশোধের ইচ্ছা প্রকাশ করেছে। তাদের সময়ে এবং উপায়ে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।