Image description
সিরিয়া ছাড়ার পরিকল্পনা সম্পর্কে সবাইকে অন্ধকারে রেখেছিলেন আসাদ
ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির অবশেষে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনে গত শনিবার রাশিয়ায় পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার। তবে আসাদ ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদে কীভাবে রাশিয়ায় গেলেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। সিরিয়ার আসাদের শেষ দিন কেমন ছিল তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বাশার আল-আসাদ পতনের সময় সিরিয়া ছাড়ার পরিকল্পনা সম্পর্কে প্রায় কাউকেই জানাননি। তার ঘনিষ্ঠ সহযোগী, কর্মকর্তারা, এমনকি আত্মীয়রাও এ বিষয়ে অন্ধকারে ছিলেন। রয়টার্সের সঙ্গে কথা বলা ১৪ জনের মতে, আসাদ তার পরিকল্পনা গোপন রাখতে প্রতারণা ও ছলনার আশ্রয় নিয়েছিলেন। গত শনিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকির মুখে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে বসেন আসাদ। বৈঠকে তিনি বলেন, রুশ সামরিক সহায়তা আসছে এবং স্থলে অবস্থানরত বাহিনীকে প্রতিরোধ চালিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু এর কয়েক ঘণ্টা না যেতে খবর আসে, আসাদ দেশ ছেড়ে সপরিবারে পালিয়েছেন। আরব রিফর্ম ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নদিম হুরি রয়টার্সকে বলেন, আসাদ তার অনুগত সেনাদেরও শেষ পর্যন্ত একত্রিত করে কোনো বার্তা দিতে পারেননি। ওই পরিস্থিতিতে তিনি তাদের ভাগ্যের মুখে ছেড়ে দিয়েছেন। আসাদ ও তার পরিবার বর্তমানে মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। তার ফ্লাইটটি রাডারের বাইরে থেকে পরিচালিত হয়েছিল। রাজধানী দামেস্ক দখলের সময় বিদ্রোহীদের হাত থেকে রক্ষা পেতে তার এই পলায়ন। আসাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এনবিসি নিউজকে বলেছেন, রাশিয়ায় বাশার আল-আসাদ সুরক্ষিত। তাকে খুব নিরাপদে রাশিয়ায় আনা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেবেন না। মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। গত সোমবার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদের পতন ইরান এবং রাশিয়ার জন্য বড় ধাক্কা। পশ্চিমাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি সত্ত্বেও আসাদের শাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল মস্কাে এবং তেহরান। রিয়াবকভ এনবিসিকে বলেছেন, ‘তিনি (আসাদ) সুরক্ষিত, এবং রাশিয়া এইরকম পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে কাজ করে’। তিনি আরো বলেন, ‘আসাদ কীভাবে রাশিয়ায় এসেছে, কী ঘটেছে এবং কীভাবে এটি সমাধান করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন না’।