Image description
৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহুঃ ইসরাইলি মিডিয়া
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রায় ৫৮ শতাংশ ইহুদিই আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে। ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে। এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে, ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধ মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরাইল কাৎজ এই পদে সঠিক ব্যক্তি নন। জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী। সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানান যে, তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের ওপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। সূত্র: ইরনা