Image description
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি দম্পতি গ্রেপ্তার
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন গুপ্তচর চক্রের সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘোষণা এলো। ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ দেশটির মধ্যাঞ্চলীয় শহর লোদ এলাকার বাসিন্দা ওই দম্পতি ইসরায়েলি জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এক নারী শিক্ষাবিদকে নজরদারির কাজে জড়িত ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে ইরানের পক্ষে কাজ করা আজারবাইজানীয় নাগরিক এলশান (এলহান) আগায়েভ নিয়োগ করেছিল। তবে আগায়েভ ইসরায়েলে অবস্থান করছেন কিনা তা স্পষ্ট নয়। তাদের অভিযোগ, গ্রেপ্তাররা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরসহ স্পর্শকাতর ইসরায়েলি স্থানগুলোতে নজরদারি এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত এক গবেষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এর আগে গত ২২ অক্টোবর ইসরায়েলি পুলিশ জানায়, তারা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে সাত ফিলিস্তিনির একটি দলকে গ্রেপ্তার করেছে। তার একদিন আগে পুলিশ জানিয়েছিল, ইরানের নির্দেশে শত শত গুপ্তচর মিশন চালানোর সন্দেহে তারা হাইফা শহর থেকে ৭ ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে। এর আগের সপ্তাহে আরও দুই ইসরায়েলির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। এছাড়া গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে উপকূলীয় শহর আশকেলন থেকে মোরদেচাই মামান নামে এক ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েল বর্তমানে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে।