নিজেকে বিয়ে করা তুরস্কের টিকটকারের রহস্যজনক মৃত্যু
তুরস্কের জনপ্রিয় টিকটকার কুবরা আইকুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণী নিজেকে নিজে বিয়ে করে আলোচনায় এসেছিলেন।
গত সোমবার ২৩ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে।
৫ তলার একটি ফ্ল্যাটে থাকতেন কুবরা। সর্বশেষ সেই ফ্ল্যাটে এই টিকটকারকে ভিডিওতে নিজের ঘর পরিষ্কার করতে দেখা গেছে।
উল্লেখ্য, টিকটক ও ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফরমে কুবরার ৩ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে।
এর আগে ২০২৩ সালে পাত্র ছাড়া বিয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পাওয়ায় এমন কাজ করেছেন তিনি।
নিজেকে নিজে বিয়ের অনুষ্ঠানে একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন এ টিকটকার। এ অনুষ্ঠানে ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করে এগিয়ে যেতেও দেখা যায় তাকে।
এদিকে সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে ‘নার্ভাস ব্রাইড’ বলেও বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
মজার মজার সব টিকটক করে লোক হাসানো মেয়েটির মৃত্যুতে তার অনুসারীরা মর্মাহত। সোশ্যাল হ্যান্ডেলে তারা প্রতিক্রিয়াও জানিয়েছেন।
ইস্তাম্বুলে কুবরার মরদেহ উদ্ধারের পর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
কুবরা আইকুতের রেখে যাওয়া নোটে লেখা রয়েছে, ‘আমি আমার নিজ ইচ্ছায় লাফ দিয়েছি। কেননা, আমি আর বাঁচতে চাই না। ফিস্টিকের যত্ন নিন। জীবনে সবার কাছেই ভালো ছিলাম আমি। কিন্তু কখনো নিজের কাছে ভালো হতে পারিনি। এই ভালো মানুষ হিসেবে বেঁচে থাকা কিছুই দেয়নি আমাকে। জীবনে স্বার্থপর হোন। তাতে খুশি হবেন আপনি।’
তিনি লিখেছেন, ‘কয়েকদিন ধরে সংগ্রাম করছি, যা কেউ খেয়াল করেনি। আমি চলে যাচ্ছি, কারণ আমি নিজেকে ভালোবাসি এবং একবারের জন্য নিজেকে নিয়ে ভাবতে চাই। কুবরা আইকুত, আমি দুঃখিত। আপনি খুব অবাক, তাই না। আমার ফোন পাসওয়ার্ড 145723.”এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় ওজন বৃদ্ধির অভিজ্ঞতা সম্পর্কে হৃদয়বিদারক একটি পোস্ট করেছিলেন টিকটকার কুবরা আইকুত। সেই ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।