ডাক বিভাগের এক কর্মীর বিশ্বাসঘাতকতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। এমন আল আরাবিয়ার উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইসরাইলের জেরুসালেম পোস্ট।
খবরে বলা হয়, ওই ডাককর্মী কাসসাম ব্রিগেডের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানেহর কাছ থেকে বার্তা বহন করতেন। তিনিই মোহাম্মদ দেইফ এবং খান ইউনিস ব্রিগেডের প্রধান রাফাত সালামার মধ্যকার বৈঠকের স্থান ফাঁস করে দেন। আর ওই তথ্যের ভিত্তিতেই দেইফকে হত্যা করে ইসরাইল।
ওই ডাককর্মী রাফার এক প্রখ্যাত পরিবারের সদস্য।
তদন্তে দেখা গেছে, ওই চর ইতোপূর্বে শাবানেহর অবস্থানও প্রকাশ করে দিয়েছিলেন। তার তথ্যের ভিত্তিতে এই হামাস কমান্ডারের ওপর তিনবার হামলা করা হয়। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন।
ওই চর ইসরাইলি বাহিনীকে রাফার পূর্ণাঙ্গ মানচিত্রও দিয়েছেন। এর মধ্যে সুড়ঙ্গগুলোর অবস্থান, অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোর অবস্থান জানিয়েছেন ইসরাইলকে। বিস্ফোরক, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের তথ্যও তিনি জানিয়েছেন।
তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি রাফা ব্রিগেড এবং গাজার রাফা ও অন্যান্য এলাকার কর্মকর্তাদের মধ্যে বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করার সময় বিভিন্ন হামাস কর্মকর্তার অবস্থানও ইসরাইলি বাহিনীর কাছে ফাঁস করে দিয়েছেন।
তিনি আরো স্বীকার করেছেন, সালামা যেখানে লুকিয়ে আছেন, সেখানে মোহাম্মদ দেইফ উপস্থিত হওয়ামাত্র খবরটি যাতে ইসরাইলি বাহিনীকে দেয়া হয়, সে নির্দেশ ইসরাইল তাকে দিয়েছিল। তিনি প্রাত্যাহিক খবর সরবরাহ করার সময় জানতে পেরেছিলেন যে দেইফ ওই এলাকায় অবস্থান করছেন। তিনি ইসরাইলি বাহিনীকে খবরটি জানানোমাত্র তারা হামলাটি পরিচালনা করে। ফলে দেইফ নিহত হন।
সূত্র : জেরুসালেম পোস্ট