হামাসের নতুন নেতা কে এই ইয়াহিয়া?
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হামাস। খবর আলজাজিরার।
ইয়াহিয়া সিনওয়ার কে: ২০১৭ সাল থেকে সিনওয়ার গাজায় হামাসের নেতা হিসেবে পরিচিত৷ তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি হামাসের সুড়ঙ্গে আত্মগোপনে রয়েছেন৷ হামাসের প্রধান কূটনীতিক ও ইয়াহিয়ার পূর্বসূরি ইসমাইল হানিয়া অধিকাংশ সময়ই কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন৷
সিনওয়ারকে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়৷ এ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন ও ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করে গাজায় আটকে রাখা হয়েছিল৷
সিনওয়ার ১৯৬২ সালে দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন৷ তার পরিবার উপকূলীয় শহর আশকেলন অঞ্চল থেকে খান ইউনিসে গিয়েছিল৷ খান ইউনিস বর্তমানে ইসরাইলের অধিকৃত একটি অংশ৷
১৯৮০ এর দশকের শেষের দিকে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম ফিলিস্তিনি বিদ্রোহ ইন্তিফাদার সময় হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড প্রতিষ্ঠায় সিনওয়ার অবদান রেখেছিলেন৷