মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণকে ‘মিথ্যায় পূর্ণ’বলে অভিহিত করে হামাস বলেছে, তিনি যে যুদ্ধবিরতিকে আগ্রহী নন তা তার এ ভাষণে প্রকাশ পেয়েছে। সূত্র : আল-জাজিরা
রয়টার্স জানায়, হামাস আরও বলেছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির সব প্রচেষ্টাকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভন্ডুল করে দিয়েছেন।
মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় গাজার যুদ্ধ ও জিম্মি মুক্তির চুক্তি করতে ব্যর্থ হওয়ায় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনুস ও সালাহউদ্দিন সড়কে জীবন্ত ও চলমান সব কিছুর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
আহতদের উদ্ধারের চেষ্টার সময় ড্রোন থেকে মেডিকেল টিমের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার পর মিডিয়া অফিস একথা জানায়।
গত সোমবার খান ইউনুসের ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সেখানে অন্তত ১২৯ জন ফিলিস্তিনি নিহত ও চার শতাধিক আহত হয়েছেন। এ সময় এলাকাটি থেকে অন্তত দেড় লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। এতে উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ১৪৫ জন নিহত এবং ৯০ হাজার ৩৫৭ জন আহত হয়েছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন