Image description
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। ওইদিন ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হন। একই দিন পৃথক হামলায় আহতদের নিতে গিয়ে নিহত হয়েছেন এক অ্যাম্বুলেন্স চালক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শহর তুলকারমের নুর শামস এলাকায় একটি ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযান শনিবার পর্যন্ত চলে। তখন সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি করে। এসময় এই প্রাণহানির ঘটনা ঘটে। গোলাগুলির এই বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী তুলকাম ব্রিগেড। অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পশ্চিম তীর ভূখণ্ডে অব্যাহত সহিংসতাকে আরও উস্কে দিয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর ওপর নিয়মিত সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং ফিলিস্তিনিদের রাস্তায়ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা বেড়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার এবং শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই ছিল সশস্ত্র গোষ্ঠীর সদস্য।