Image description
ইসরাইলের সমালোচনা করে চাকরি হারালেন ব্রিটিশ চিকিৎসক ড. আসিফ মুনাফ
ইসরাইলের সমালোচনা করে চাকরি হারিয়েছেন ব্রিটিশ চিকিৎসক ও টিভি তারকা ড. আসিফ মুনাফ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দি ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল সম্পর্কে সমালোচনার অভিযোগে ব্রিটিশ জেনারেল মেডিক্যাল কাউন্সিল (জিএমসি) সাময়িকভাবে ড. আসিফ মুনাফকে বরখাস্ত করেছেন। ইসরাইলপন্থী দলগুলোর অভিযোগের কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জিএমসির একজন প্রতিনিধি জানিয়েছে, ড. মুনাফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জিএমসি ডা. মুনাফের মন্তব্যে উদ্বেগ প্রকাশের বিষয়ে সচেতন এবং প্রয়োজনে ডাক্তারদের প্রতি আস্থা পুনর্গঠনের জন্য কাজ করতে প্রস্তুত। অবশ্য নিষেধাজ্ঞা পরেও ডা. মুনাফ তার ইসলামী নীতির প্রতি অটল রয়েছেন। তিনি তার জায়নবাদবিরোধী বিশ্বাস থেকে একটুও সরে দাঁড়াননি। সূত্র : ইসলামিক ইনফরমেশন