Image description
খাবার সংগ্রহে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের গুলি ইসরাইলের : নিহত ১১২, আহত ৭৬০
অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর বৃহস্পতিবার গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১১২ জন নিহত এবং আরো ৭৬০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া নুসেইরাত, বুরেইজ ও খান ইউনিসের ক্যাম্পগুলোতে ইসরাইলের পৃথক বিমান হামলা ও গোলা নিক্ষেপে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি। সব মিলিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৫ জনে। এছাড়া আহত হয়েছেন আরো ৭০ হাজার ৪৫৭ জন। এদিকে, গাজা থেকে ভয়ঙ্কর গতিতে জীবন নিঃশেষ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ। খাবার সংগ্রহে লাইনে দাঁড়ানো লোকজনকে হত্যার বিষয়টিকে আরেকটি গণহত্যা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর গাজার এ ঘটনা আরেকটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এ এলাকাটি ইসরাইল কয়েক মাস ধরে ইসরাইল অবরুদ্ধ করে রেখেছে এবং মানবিক সহায়তা প্রবেশ করতে বেশির ভাগ ক্ষেত্রেই বাধা দিয়েছে। সূত্র : আলজাজিরা