Image description
মানবিক সহায়তা প্রয়োজন সিরিয়ার প্রায় ১৭ মিলিয়ন মানুষের
সিরিয়ার ১৬.৭ মিলিয়ন মানুষের এখন জরুরি ত্রাণ প্রয়োজন। মঙ্গলবার জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ও আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে হওয়া এক বিশেষ বৈঠকে এই কথা বলেন তিনি। মিডল ইস্ট মনিটরের খবরে জানানো হয়, সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পের কারণে দেশ দুটিতে যে সংকট সৃষ্টি হয়েছে তা গত এক শতাব্দীতেও দেখা যায়নি। মার্টিন বলেন, ওই ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণ গেছে। তবে সিরিয়ায় গৃহযুদ্ধ চলতে থাকায় তুরস্কের থেকেও দেশটিকে বেশি ভুগতে হয়েছে এ জন্য। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যে, সিরিয়ার পরিস্থিতি গত এক বছরে আরও খারাপ হয়েছে। সিরিয়ায় মানবিক সাহায্যের প্রয়োজন এমন লোকের সংখ্যা জনসংখ্যার তিন-চতুর্থাংশের সমান। তিনি যোগ করেছেন যে, সিরিয়ায় চলমান যুদ্ধের ফলে মৌলিক পরিষেবা এবং পানি সরবরাহ হ্রাসের পাশাপাশি অর্থনীতির মারাত্মক পতন ঘটেছে। তিনি সিরিয়ার সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।