Image description
'বৃদ্ধ' বাইডেন বাদ, পছন্দের প্রার্থী মিশেল ওবামা!
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে বেশিভাগের পছন্দ বলে জানা গেছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে ডেমোক্র্যাটদের মধ্যে বেশিভাগই চাইছেন যাতে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বদলে মিশেল ওবামা প্রার্থী হন। অর্ধেকের বেশি ডেমোক্র্যাট, যারা রাসমুসেন রিপোর্টের সমীক্ষায় ভোট দিয়েছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার জন্য বাইডেন ছাড়া অন্য কাউকে তাদের পছন্দ হিসেবে জানিয়েছেন। সমীক্ষা করা প্রায় ৪৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা ‘নভেম্বরে নির্বাচনের আগে জো বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার’ বিষয়ে অনুমোদন করেছেন। অন্যদিকে ৩৮ শতাংশ বিষয়ে অন্য কথা বলেছেন। মাত্র ৩৩ শতাংশ ডেমোক্র্যাট বিশ্বাস করেন যে ব্যালট পরিবর্তন হবে। ৮১ বছর বয়সী জো বাইডেনকে প্রতিস্থাপন করতে বিভিন্ন নামের মধ্যে মিশেল ওবামা প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীরা ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম এবং মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। কমলা হ্যারিস প্রায় ১৫ শতাংশ ভোট পেয়েছেন। যেখানে ১২ শতাংশ হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পুনরায় ম্যাচের পক্ষে রয়েছেন। মিশেল ওবামাকে অনুরোধ করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করার জন্য। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফের একটি হতে চলেছে তা প্রায় নিশ্চিত। বাইডেন জোর দিয়ে বলেছেন যে তিনিই সেরা এবং যোগ্য প্রার্থী। যদিও বিভিন্ন সমীক্ষাগুলো ইঙ্গিত করছে যে তার বয়শের কারণে ভোটারদের কাছে তার জনপ্রিয়তা কমছে। সূত্র : জি নিউজ