কলেজের মাঠে দাঁড়িয়ে প্রায় সমবয়সী তিন তরুণ। মাঝের জন জুব্বা পরিহিত। অন্য দুজন টি-শার্ট গায়ে। হাতে ‘ভারী আগ্নেয়াস্ত্র’। মাঝের নিরস্ত্র তরুণ আঙুল উঁচিয়ে কী যেন বুঝাতে চাইছে। আর দু’পাশের দুজন যেন অস্ত্র হাতে তাকে পাহারা দিচ্ছে।
এমন একটি ছবি গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনেকের সাথে আলাপ করেও ছবির ওই তিন তরুণের পরিচয় জানা যায়নি। কেউ বলতে পারেননি ওরা কারা বা কোথা থেকে এসেছে।
ওই তিন তরুণ ছবিটি তুলেছে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের সামনের মাঠে দাঁড়িয়ে। তবে কখন ছবিটি তোলা হয়েছে তা-ও কেউ বলতে পারেননি।
ভাইরাল হওয়া ছবিটি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য মজা করে ছবিটি তুলে পোস্ট করেছে। আবার কেউ কেউ বলছেন, বিষয়টি এতোটা হালকাভাবে নেয়া ঠিক হবে না। ওরা সশস্ত্র কোনো গ্রুপের সদস্যও হতে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজা বলেন, ‘ছবিটি রাত সাড়ে ১১টা পর্যন্ত আমার নজরে আসেনি। খোঁজ নিচ্ছি। ছবিটি পাওয়ার পর তদন্ত করে ওই তরুণদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করবো।’