Image description
ভিডিও>> সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত ১
সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের পাখিমারা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন ওরফে আরশাদ হোসেন ওরফে আসলাম হোসেন ওরফে রাঙ্গা সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান বলে জানা গেছে। [youtube]of8Xv-W6WUI[/youtube] ওই ঘটনায় পুলিশের এসআই আশরাফুলসহ দুই কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হন।