ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বপন হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মিল্টন হোসেন আহত হন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস হত্যার ঘটনা স্বীকার করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্বপন হোসেনকে তার বাড়ির সামনে পাঁচ-সাত দুর্বৃত্ত কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে এলে ছোট ভাই মিল্টন হোসেনকেও দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
এ হত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি বলে পুলিশ সুপার জানান।
মিলু মিয়া বিশ্বাস বলেন, আহত মিল্টন হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।