Image description

জানুয়ারিতে বাড়বে শীতের তীব্রতা। এতে করে চলতি মাসে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম। 

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি শৈত্য প্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।

জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকাসহ কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়বে।

এদিকে রাজধানী ঢাকায় গত দুই দিনে কুয়াশার পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। দেখা গিয়েছিল রোদের মুখ। কিন্তু শুক্রবার সকাল থেকেই আবার কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর চারদিক। আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানীসহ দেশের দুই-তৃতীয়াংশ এলাকায় ছিল এ অবস্থা।