Image description
সচিবালয়ের আগে সচিব নিবাসেও আগুন লেগেছিল, রহস্য কী?
বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় ঘণ্টা আগে সচিব নিবাসেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। রাজধানীর ইস্কাটনে অবস্থিত ২০ তলা ভবনের চার তলা বাসার রান্নাঘরে এই আগুন লেগেছিল। সচিব নিবাসের পরই রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ে আগুন লাগে। এমন আগুনের ঘটনা নাশকতা কি-না তদন্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার রাত আটটা ২০ মিনিটের দিকে আমরা খবর পায় ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের চার তলায় আগুন লেগেছে। ওই ফ্ল্যাটের রান্নাঘরে এই আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ আগুনে কেউ হতাহতও হয়নি। বুধবার রাত দুইটার দিকে সচিবালয়ে আগুন লাগে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে আসে। দীর্ঘ ছয়ঘন্টা চেষ্টার পর আগুনর নিয়ন্ত্রণে আসে। আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয়তলা পর্যন্ত সবকিছু আগুনে পুড়ে গেছে। নাশকতা নাকি দুর্ঘটনা এটা নিয়েও চলছে বিশ্লেষণ। গোয়েন্দারা আগুনের বিষয় নিয়ে অনুসন্ধান শুরু করেছে। এদিকে তেজগাঁও ফায়ার স্টেশনের একজন সদস্য আগুন নিভাতে এসে ট্রাক চাপায় মারা যান। তিনি পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকাটাইমস