Image description
রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার জয়ের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুক্তিতে আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। হাসিনার পরিবারের বিরুদ্ধে ১২.৬৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগকে ‘সম্পূর্ণ ভুয়া’ এবং ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, এ সপ্তাহের সোমবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে- রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটমের তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে হাসিনা পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা। রাশিয়ার ওই কোম্পানির তত্ত্বাবধানে বাংলাদেশে দুটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলমান রয়েছে। ২০১৫ সালে হাসিনা সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। দুদক অভিযোগ করেছে যে, হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ এবং ভাগ্নি বৃটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা পুত্র। বিশ্বের বৃহৎ ইউরেনিয়াম সরবরাহকারী কোম্পানি রোসাটম। তারাও এই অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটি বলেছে, তাদের সকল প্রকল্প দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবসময় স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। রয়টার্সকে ই-মেইলের মাধ্যমে তারা বলেছে, রোসাটম স্টেট কর্পোরেশন আদালতে তার স্বার্থ এবং সুনাম রক্ষা করতে প্রস্তুত। গণমাধ্যমে প্রচারিত বক্তব্যকে রূপপুর প্রকল্পকে অসম্মান করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে রাশিয়ার ওই কোম্পানি। এ বিষয়টি উল্লেখ করে তারা বলেছে, বাংলাদেশের জ্বালানি সরবরাহ সমস্যা সমাধানের জন্য বাস্তবায়িত হচ্ছে রূপপুর প্রকল্প। যার মাধ্যমে দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার দল লেবার পার্টির এক মুখপাত্র বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে উদ্ধৃত করে জানিয়েছেন, টিউলিপও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি যে নির্দোষ এ বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।