Image description
সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম অন্তর্বর্তী সরকার : ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমেরিকার একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশে আগের তুলনায় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এবং পাহাড়ি গোষ্ঠীর মানুষ শান্তিতে আছেন। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাধবদী পৌরশহরের এসপি স্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বাইরে নানা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার।’ তিনি আরো বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর হজের সিন্ডিকেট ভেঙে প্রতি প্যাকেজে ১ লাখ টাকা কমিয়েছি। এ ছাড়া গতকালও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি হজের প্যাকেজের টাকা আরো কমানোর জন্য।’ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন মাধবদী থানা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা), আল্লামা নুরুল ইসলাম ওলিপূরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামালসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা।