Image description
আনিস, সালমান, দিপু মনি, পলক, ইনু, মেনন বিভিন্ন মেয়াদে রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিসি ডিবি মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শুনানির জন্য আসামিদের এদিন কারাগার থেকে আদালতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, রমনা, ও মোহাম্মাদপুর থানার মোট নয়টি হত্যা মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। (ঢাকাটাইমস