ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে বৃহস্পতিবার গভীর রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬-এর তরফ থেকে জানানো হয়, গভীর রাতে একটি বিশেষ অভিযানে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। তাকে ঝিনাইদহ সদর উপজেলায় নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক দুই মামলায় গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, নায়েব আলীকে গ্রেফতার করার পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত ৪ আগস্ট ঝিনাইদহে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবেই এই গ্রেফতার।
এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাদের বিরুদ্ধে গ্রেফতারের ঢেউ বইছে। নায়েব আলী জোয়ার্দ্দার আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন এবং ঝিনাইদহ-১ আসনে নির্বাচিত হয়েছিলেন।
বিডিপ্রতিদিন