'সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন' সন্দেহঃ গেন্ডারিয়ায় বাড়ি ঘিরে রেখেছে এলাকাবাসী, ঢুকেছে সেনাবাহিনী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন—এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনাবাহিনীর সদস্যরা।
[img]https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024August/kamal-3-20240814032258.jpg[/img]
প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের বাড়িতে ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এরপর রাত সাড়ে ১২ টা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই। পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেন তারা। খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা সেই বাড়িটি ঢুকেছে।
সর্বশেষ ৩ টা পর্যন্ত ভবনের ভেতরে সেনাসদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা তখনো ভবনের গেটের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।