বিসিএস প্রশাসন ক্যাডারের (অ্যাডমিন) কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি হয়েছে। এই কমিটির কর্মকর্তারা নতুন সরকারের প্রতি দলনিরপেক্ষ প্রশাসন গঠন এবং ছাত্র-জনতার আন্দোলনে হত্যায় মদদদাতা কর্মকর্তাদের শাস্তিসহ ৯ দফা দাবি জানিয়েছেন।
মঙ্গলবার গত ১০ আগস্টের কমিটি বিলুপ্ত করে ড. মো. আনোয়ার উল্ল্যাহকে আহ্বায়ক ও মুহাম্মদ মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার পর আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অন্যান্য সব উপদেষ্টাগণকে অভিনন্দন ও অকুণ্ঠ সমর্থন জানানো হয়। একইসঙ্গে বৈষম্যহীন মেধাভিত্তিক নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ৯ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হচ্ছে- ১. নিরপেক্ষ, দক্ষ ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসনকে ঢেলে সাজানো; ২. ছাত্র জনতার আন্দোলনে বাধাদানকারী এবং ছাত্র হত্যার মদদদানকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা; ৩. প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা বর্নচোরা কর্মকর্তাদের সরানো; ৪. সব পর্যায়ের চুক্তি ভিত্তিক নিয়োগ অবিলম্বে বাতিল করা; ৫. গত ১৬ বছরে অন্যায়ভাবে পদোন্নতি ও বঞ্চনার শিকার সব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া; ৬. অবিচার ও পদোন্নতি বঞ্চনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার; ৭. স্বৈরাচারী সরকারের দুর্নীতির সহযোগী সব কর্মকর্তাদের বিচারের আওতায় আনা; ৮. ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; ৯. ভোটারবিহীন নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক ও বর্তমান সকল কমিশনার ও জেলা প্রশাসকদের বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে।
ঢাকাটাইমস