Image description
বাংলাদেশ নিয়ে ভারত-ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
সহিংস বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সাথে বৃহস্পতিবার আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এই বিষয়ে উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি লিখেছেন, ‘আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’ তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি। আপাতত দিল্লিতে একটি সুরক্ষিত ঠিকানাতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন এমন গুঞ্জনের মুখে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন। সূত্র : বিবিসি