শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজ আমাদের সামনে দেশ গড়ার জন্য যে অভাবনীয় সুযোগ এসেছে সেই সুযোগকে পরিপূর্ণ সম্মান করে কাজে লাগাতে হবে। আমাদের যে রিফর্মগুলো আছে সেগুলো সম্পন্ন করে অতিদ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আমাদের মূল কাজ হবে।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরুদ্ধার করা। যে-সকল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি ইতোমধ্যে আমাদের ক্ষতি অনেক বেশি হয়েছে। এই পরিস্থিতি কোনোভাবেই সমর্থনীয় নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে পশু শক্তির বিরুদ্ধে আমরা এতদিন যুদ্ধ করেছি আমরা যেন কোনোভাবেই সেরকম হয়ে না যাই। আমি বলতে চাই আমাদের এই পরিস্থিতির দ্রুত উন্নতি নিশ্চিত করতে হবে। যে-সকল হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে। যারা আহত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের উল্লেখযোগ্য কাজ হবে।’