Image description
জামালপুর জেলা কারাগারে চলছে থেমে থেমে গোলাগুলি
জামালপুরে জেলা কারাগারে থেমে থেমে চলছে গোলাগুলি। দুই ঘণ্টা ধরে চলছে এই গোলাগুলি। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। সেই সাথে হতাহতের শঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা কারাগারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর থেকে থেমে থেমে চলছে গোলাগুলি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একদল যুবক অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটকে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে। এরপর শুরু হয় একাধারে গুলি এবং অগ্নিসংযোগ। এ ঘ্টনায় সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারদিক অবস্থান নিয়েছে। তবে আসামিরা পালিয়েছে কি না তা এখনো জানা যায়নি। আট শতাধিক কারাবন্দী রয়েছে এই কারাগারে। কারাবন্দীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সেই সাথে হতাহতের শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিডি-প্রতিদিন