মানুষের কঙ্কাল নিয়ে টানাটানি করছিল কুকুর
কুমিল্লার দেবিদ্বারে ডোবা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ধামতি ইউনিয়নে দুয়ারিয়া এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। পরনের জিনস প্যান্ট দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনও পুরুষের কঙ্কাল।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা ডোবায় একটি কুকুরকে কঙ্কালটি টানাটানি করতে দেখেন। পরে কুকুর তাড়িয়ে দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।
কুমিল্লার দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুকুর কঙ্কালটি নিয়ে টানাটানি করার সময় স্থানীয়রা দেখে পুলিশে খবর দিয়েছে। খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করতে আসি। কঙ্কালটির পরনে জিনস প্যান্ট দেখে পুরুষ মনে হচ্ছে। মাথা থেকে কোমর পর্যন্ত শুধু হাড় আছে। আর কোমর থেকে পা পর্যন্ত প্যান্ট ছিল। তবে মাংস পচে পোকা ধরেছে।’
পরিচয় শনাক্তের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘এখনও কোনও পরিচয় শনাক্ত হয়নি। মৃত্যুর কারণও জানা যায়নি। তবে পরিচয় শনাক্ত করা কঠিন হবে। কারণ প্রায় মাসখানেক বা তার বেশি সময় ধরে পড়ে থাকায় হাত-পায়ের কোথাও মাংস নেই। আর আঙুলের ছাপ নেওয়ারও কোনও উপায় নেই। আমরা কঙ্কালটি কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’