ঝালকাঠিতে প্রাইভেটকার ও অটোরিকশায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বুধবার দুপুর দুইটার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয় সিমেন্টবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক। এতে সাতজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে আসে। প্রশাসন ও পুলিশের কর্তাব্যক্তিরাও ছুটে আসেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৭ জন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম।
এদিকে দুর্ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে।
ঢাকাটাইমস