Image description
রেকর্ড ৪০.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
এবার ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেল তাপমাত্রা। চল‌তি মৌসু‌মের সকল রেকর্ড ভে‌ঙে ৪০ দশ‌মিক ছয় ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদা‌হে পুড়‌ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গায় টানা কয়েকদিন ধরেই তাপদাহ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন। দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত কমবে না তাপমাত্রা। মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২৭ শতাংশ। বাংলা মা‌সের ৩ বৈশাখ হ‌লেও জেলায় এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। চুয়াডাঙ্গার তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ৩৮ থেকে ৪০ ডিগ্রির মাঝামাঝি অবস্থান কর‌লেও মঙ্গলবার জেলায় চল‌তি মৌসু‌মের সকল রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ ৪০ডিগ্রি পে‌রি‌য়ে ৪০ দশ‌মিক ছয় ডিগ্রি‌তে পৌঁছেছে। Video Player is loading.Play Video Close PlayerUnibots.com এক‌দি‌কে তাপদাহ, অন্য‌দি‌কে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ লোডশে‌ডিং। এর ফলে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়ছে। বেশি সমস্যায় পড়ছে খেটে-খাওয়া মানুষ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছি‌লে। চল‌তি মৌসু‌মের সকল রেকর্ড ভেঙে আজ (মঙ্গলবার) তাপমাত্রার পারদ উঠেছে ৪০ দশ‌মিক ছয় ডিগ্রি সেল‌সিয়া‌সে। এর আগে, সোমবার তাপমাত্রা ছিল ৩৮ দশ‌মিক ছয় ডিগ্রি সেল‌সিয়াস।