Image description
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুইবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন মারা গেছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মহাসড়কের তারাকান্দার কোদালধরে এ ঘটনা ঘটে। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, সকালে মহাসড়কের তারাকান্দার কোদালধরে দুটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থালেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ১৫ জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে। সংঘর্ষের কারণে বাস দুটি রাস্তা থেকে পাশের ধানক্ষেতে পরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। সারাবাংলা