পেটের ব্যথা সহ্য করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা বৃদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে পেটের ব্যথা সহ্য করতে না পেরে রূপভান (৭৬) নামের এক বৃদ্ধা নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের বাঙ্গালপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত রূপভান উথলী গ্রামের বাঙ্গাল পাড়ার লতিফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন রূপভান। ব্যথা সহ্য করতে না পেরে তিনি নিজ বাড়ির গোসলখানার সঙ্গে বাঁশের সঙ্গে মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মৃতের ছেলে অনুল হোসেন জানায়, তার মা গ্যাস্ট্রিক ও আলসার রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকদের পরামর্শে ওষুধ খেয়ে কোনো ফল হয়নি। প্রায় রাতে পেটে আলসারের যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকেন। আলসারের সমস্যার কারণে গত কয়েক দিন ধরে কিছুই খেতে পারেননি। গতরাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। আমার স্ত্রী রাত আনুমানিক ৩টায় ঘুম থেকে উঠে বাইরে বের হলে আমার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীর চিৎকারে বাইরে বের হয়ে মাকে গোসলখানার আড়ার সঙ্গে গলায় মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় পান তারা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানার পুলিশের একটি টিম।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।