আমন্ত্রণ বহাল তবুও কেন অপেক্ষা??? ( ভিডিও )
চলমান রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে জনগণের চাপে অবশেষে দুই নেত্রীর বহুল প্রত্যাশিত টেলি কথন সম্পন্ন হয়েছে। টেলিফোনে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে তাঁর বাসভবন গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন যা এখনো বহাল রয়েছে বলে তাদের নেতাকর্মীরা বলছেন। আসলে কি আমন্ত্রণ আদৌ বহাল রয়েছে নাকি পুনরায় করতে হবে? এই নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন। আসুন টকশোর মাধ্যমে শুনি রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
[url href=http://www.bdtomorrow.com/talkshowdetail/detail/40371]সম্পূর্ণ টকশো দেখতে এখানে ক্লিক করুন[/url]