নির্বাচন ও ভোটকেন্দ্র নিয়ে নতুন ভাবনার কথা জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
আইন-শৃংখলাবাহিনী নয়, নির্বাচন পরিচালনা ভোটারদের মাধ্যমেই করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট চালাতে ম্যাজিস্ট্রেট, পুলিশ দিয়ে আমরা দেখেছি যে, সবাই পয়সা খায়, ঘুস খায়, ঠিকমত নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে নির্বাচনে কারচুপি করে। কয়েকটা গুণ্ডা, কয়েকটা হোন্ডা, নির্বাচন ঠাণ্ডা -এই অবস্থা থেকে উত্তোরণে বিকল্প ব্যবস্থা নিতে হবে।
যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেন, এখন নির্বাচন চালানোর জন্য সমস্ত দেশে আড়াই লাখ ভোটকেন্দ্র প্রয়োজন। একেকটি কেন্দ্রে ৫০০-এর বেশি ভোটার থাকবে না। ওই ৫০০ ভোটার দিয়ে একটি ভোটার ক্লাব করতে হবে। এর জন্য ১১ জনের একটা নির্বাহী কমিটি থাকবে। ৫জন নারী ও ৬জন পুরুষ দিয়ে ওই কমিটি গঠিত হবে। ওই কমিটিই ভোটটা পরিচালনা করবে। ব্যালট বাক্স কেন্দ্রে থাকবে।
তিনি বলেন, ভোটকেন্দ্র হবে গণতন্ত্র বিকাশ কেন্দ্র হিসেবে কাজ করতে পারে।
নির্বাচনের পর ওই কেন্দ্রে বিবাহ অনুষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ও নানা বিনোদনমূলক কার্যক্রম পরিচালিত হতে পারে। ওটা একটা স্কুল বা মাদ্রাসায়ও হতে পারে।
শিক্ষামন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণ করবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন