ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা ও তা চালাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী ব্যবস্থা ও সামরিক ক্রু পাঠানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষার ‘লোহাবদ্ধ প্রতিশ্রুতি’র ওপর জোর দেয়।
পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।
১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার পরে ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।
বিডি প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন