Image description
 

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুথিরা দায়ী।’

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘হুথিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুথিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি। ’

 

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।  এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও ও দুটি ডুবিয়ে দেয়।  এতে চারজন নাবিক নিহত হন। 

তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরে হামলা সীমিত করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা।  রোববার (১৯ জানুয়ারি) হুথিরা তাদের মানবিক অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের ওপর হামলা শুরু করেছে তাদের ওপর দেওয়া ‘নিষেধাজ্ঞা বন্ধ’ করছে।